পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চলন্ত রাস্তা

ছবি
  ঢাকা শহরের যানজট নিরসনের জন্য এটা একটা চলন্ত রাস্তার আইডিয়া। যদিও  Abu Sayeed  স্যার এই আইডিয়া টা বিবেচনার জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, মেয়র ঢাকা দক্ষিণ এবং আরও ৫টি ডিপার্টমেন্টে আবেদন করে প্রাথমিক সারা পেয়েছেন। কিন্তু আমার আইডিয়াতে কাজ করলে ওনার আইডিয়ার চেয়ে খরচ কম হবে।কারন উনি রাস্তার উপরে এই রাস্তা করতে চাইছেন।কিন্তু আমার টা হবে বিদ্যমান ফুটপাতের সাথেই। প্রতিটি ফুটপাতের সাথে একটা সমতল এস্কেলেটর থাকবে (রাস্তার দুইপাশে দুইটি)। স্পীড থাকবে সহনশীল (যতটুকু স্পীড থাকলে মানুষ সহজেই এতে উঠতে ও নামতে পারবে)। কারো দ্রুত ভ্রমনের প্রয়োজন হলে বাসে যাবে। না হলে চলন্ত রাস্তায় ভ্রমন করবে। প্রতিটি মোড়ে স্টপেজ থাকবে (দিক পরিবর্তন করার জন্য)। একদিক থেকে নেমে অন্য দিকের চলন্ত রাস্তায় উঠবে। যদি কোন রাস্তা লম্বালম্বি বেশী দীর্ঘ হয় তাহলে একটা এস্কেলেটর যতটুকু বহন করতে পারবে ততটুকু পর একটা স্টপেজ ব্যাবহার করতে হবে। হয়তো আইডিয়াটা পরিপূর্ণ না কিন্তু এটা নিয়ে গবেষণা করে আরো উন্নত করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।